۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
News ID: 374026
6 نومبر 2021 - 16:23
বেহেশ্তের টিকেট
বেহেশ্তের টিকেট



হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, বেহেস্তের টিকেট 

মাথায় দিয়া একখান টুপি
মুখে লইয়া দাড়ি
বেহেস্তের টিকেট বেচে গো
গিয়া বাড়ী বাড়ী।

চার টা নহর পাইবা তুমি
সেই বেহেস্তে গিয়া
শুইয়া শুইয়া আঙ্গুর খাইবা
সত্তোর টা হুর নিয়া।।

সাত টি দরজা বন্ধ কইরা
আট টি খুলে যাবে
দশ টি গুনাহ মাফ করিয়া
দশ টি নেকি পাবে।

সত্তোর হুরের লোভে মানুষ
যায় রে পাগল হইয়া
গাট্টি লইয়া বেহেস্তে যায়
বউ বাচ্চা ফালাইয়া।।

চিল্লায় চিল্লায় ঘুইরা বেড়ায়
হুরের নেশায় পড়ে
নকল হুরের পিছে দৌড়ায়
আসল থুইয়া ঘরে।

হালাল হারাম না বাছিয়া
ব্যাস্ত নামাজ লইয়া
হুরের রুপে মগ্ন থাকে
সেই নামাজে দাড়াইয়া।।

একবারো দেখিতে তারা
চায় নারে আল্লাহ রে
বেহেস্তের লোভে পড়িয়া
নামাজ রোযা করে।

নিজের ঘরে নিজের গ্রামে
বেনামাজী ভরা
তাদের থুইয়া অন্য পাড়ায়
জারি করে শরা।।

তিন বেলাতেই পেট ভরে খায় 
মসজিদে বসিয়া
প্রতিবেশী খাইল কিনা
খোজ লয়না আসিয়া।

এই সমাজে কত বৃদ্ধ
কান্দে রুগী হইয়া
একদিনও দেখিতে যায়না
হাতে ঔষধ লইয়া।।

তবু তারা নবীর উম্মত
দাবী করে ভাই
পাগলে কয় এই উম্মতের
লজ্জা শরম নাই।

একটা কথা জানতে মন চায়
ঐ উম্মতের কাছে
আমার নবী কবে গাট্টি লইয়া
ঘুরছে দেশে দেশে?

আরেক খানি উত্তর দিবেন
আছে যাদের জানা
আমার নবী কবে পেট ভরিয়া
খাইত তিনবার খানা?

আরেকটা বার জিজ্ঞাসিলাম
জানার ইচ্ছা নিয়া
আমার নবী কবে দাওয়াত দিত
মুসলমান কে গিয়া?

এই পাগলকে মাফ করিবেন
ও মুসলমান ভাই
নবীর কোন কাজের সাথে
তাদের তো মিল নাই।

তবু তারা বেহেস্ত খোজে
লজ্জা শরম ছাড়ি
কেউ আমারে মাইরোনা ভাই
মাথায় দিয়া বাড়ী
মারলে পারে রাজি আছি
ছাড়তে দুনিয়াদারি
সত্য কথা কইয়া আমি
মরনে ভয় নাহি করি।।

হে আল্লাহ! সকল মুসলমানকে আপনার মহাগ্রন্থ আল কুরআন ও রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম) এর পবিত্র বংশধারা আহলে বাইত (আলাইহিস সালাম) গণের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দিন।
আর যারা এখনও বিপথে রয়েছে তাদের সকলকে হেদায়েত নসিব করুন।
আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ ওয়া আজ্জেল
ফারাজাহুম।

আমি মোহাম্মদ হোসাইন, সদস্য সচিব, ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং সাধারণ সম্পাদক, পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ।

تبصرہ ارسال

You are replying to: .